রাজনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে দুই হাজার ৫শ কৃষকের মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব প্রনোদনা তুলে দেয়া হয়। উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তদের আয়োজনে সার ওবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের এমপি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. আছকির খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, উপজেলা কৃষকলীগের সভাপতি মামুদুর রহমান, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ ফুয়াদ হোসেন।
উপজেলার ৮ ইউনিয়নের ২৫০০ কৃষকের মাঝে ১৫ কেজি ডিএপি সার, এমওপি সার ১০ কেজি ও ৫ কেজি বীজ দেয়া হয়।



মন্তব্য করুন