বড়লেখায় প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

April 15, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় প্রাণের উচ্ছ্বাসে রোববার বাংলা নতুন বছর ১৪৩১-কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসন, নজরুল একাডেমি ও উদীচী আলোচনা সভাসহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে নজরুল একাডেমি আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানের শুরুতেই একাডেমির শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন নতুন বছরকে বরণ করেন। বর্ষবরণ অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী মানুষের ঢল নামে। দিনভর নজরুল একাডেমির শিল্পিরা গান, নৃত্য, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করেন।

অনুষ্ঠানে সম্প্রতি সিলেট বেতারে শিশু-কিশোর ও তরুণদের কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নজরুল একাডেমির শিক্ষার্থী প্রমী দেব নাথ, অনুরাধা দে ও প্রতিক দত্ত প্রিয়কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপনের সভাপতিত্বে এবং নজরুল একাডেমির সহসভাপতি ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন ও বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনও (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, জুড়ী টিএন খানম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, মেডিকেল অফিসার ডা. অন্তরা রায় পূজা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র দাস, ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, আওয়ামী লীগ নেতা সুব্রত কুমার দাস শিমুল, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, সংগীত শিক্ষক শোভন দলপতি, একাডেমির সদস্য মিকন পাল, মৃণালী, সংগীতা, দিপান্বিতা প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com