বড়লেখায় ইউপি চেয়ারম্যানের বরাদ্দে মাদ্রাসার উন্নয়ন 

June 12, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হতালিয়া দাখিল মাদ্রাসাকে পাঠদানের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বার্ষিক উন্নয়ন প্রকল্পের ব্যক্তিগত বরাদ্দের অর্থে ১১ জুন শনিবার তিনি মাদ্রাসার একটি শ্রেণিকক্ষ ও বারান্দার একাংশের ফ্লোর পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন।

জানা গেছে, এলাকার শিক্ষানুরাগিদের উদ্যোগে ১৯৯৬ সালে পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কাজের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া মাদ্রাসা ভবনে পাঠগ্রহণে শিক্ষার্থীরা নানা দুর্ভোগ পোয়াচ্ছেন। সংকট রয়েছে ডেক্স-বেঞ্চসহ নানা শিক্ষা উপকরণের। শিক্ষার্থীদের পাঠদানের উপযোগি করতে মাদ্রাসার শ্রেনিকক্ষ ও বারান্দা পাকাকরণের জন্য ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ২০২১-২২ অর্থবছরে এডিপি প্রকল্পের প্রাপ্ত অর্থ থেকে ব্যক্তিগত বরাদ্দের ১ লাখ টাকা ওই মাদ্রাসায় বরাদ্দ দিয়েছেন।

ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন জানান, প্রায় ২৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। বারান্দা ও শ্রেণিকক্ষে শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষায় কাদা মাটি মাড়িয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচল করতে হয়। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এবারের এডিপি প্রকল্পের প্রাপ্ত অর্থের ব্যক্তিগত বরাদ্দ ওই মাদ্রাসায় প্রদান করেছেন। শনিবার একটি শ্রেণিকক্ষ ও বারান্দার ফ্লোরের পাকার কাজ শুরু করেছেন। মাদ্রাসাটিকে শিক্ষার্থীদের পাঠ উপযোগি করতে তিনি এলাকার দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com