বড়লেখায় শিশুদের মায়ের দুধের গুরুত্ব বিষয়ে অবহিতকরণ সভা

June 25, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে ২৫ জুন শনিবার ৬ মাস বয়স পর্যন্ত শিশুদের মায়ের দুধের উপকারিতা ও গুঁড়া দুধের অপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও মেডিকেল টেকনলজিস্ট শৈলেন্দ্র চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রিপোর্স পার্সন ছিলেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে। মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ফিসারি অফিসার কামরুল হাসান, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com