বড়লেখায় পানিবন্দী মানুষের পাশে তরুণরা

June 26, 2022,

আব্দুর রব॥ বড়লেখার বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে চান্দ্রগ্রাম এলাকার কয়েকজন তরুণ। তারা গত দু’দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এতে তাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসি ডা. সারাহ ও সিলেট আর্ট ফরেন এডুকেশন কনসালটেশন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল তিন কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক লিটার তেল, মোমবাতি, স্যালাইন ও ওষুধ।
তরুণরা জানিয়েছে, প্রথম ধাপে তারা শুক্রবার বন্যা দুর্গত উপজেলার কুদালী, পূর্ব ধর্মদেহী, পশ্চিম ধর্মদেহী, দ্বিতীয়ারদেহী, চুলারকুড়ি গ্রামে নৌকায় গিয়ে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। দ্বিতীয়ধাপে রোববার বন্যা দুর্গত কাজিরবন্দ, হাল্লা, আহমদপুর, খুটাউরা গ্রামে গিয়ে বন্যা দুর্গত পানিবন্দী আরো ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, রাহিম আহমদ, তাহমিদ আহমদ, রেদওয়ান আহমদ, মেহরাব হোসেন ওয়াহিদ, নবিন আহমদ, তাহসিন, কিবরিয়া, পারভেজ আহমদ, ফয়সল আহমদ, তানভীর আহমদ, তাহের আহমদ প্রমুখ।
মেহরাব হোসেন জানান, বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকে বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাদের কষ্ট দেখে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এজন্য টাকা সংগ্রহ করতে নেমে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। কয়েকদিনে আমরা চার লাখ টাকা সংগ্রহ করেছি। পরে সেই টাকায় খাদ্যসামগ্রী কিনে বন্যা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরেঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকেবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com