ট্রাক-অটোরিকশা সং/ঘর্ষ বড়লেখার শাহবাজপুরে ডাক্তার দেখাতে গিয়ে লা/শ হয়ে বাড়ি ফিরলেন হতদরিদ্র নারী
আব্দুর রব: বড়লেখার শাহবাজপুর বাজারে ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন রায়না বেগম (৫০) নামে এক আটোরিকশা (সিএনজি) যাত্রী হতদরদ্রি নারী। ট্রাক ও অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে গুরুতর আহত হলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সোমবার ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাজপুর-কানলি সড়কের রেলস্ট্রেশন সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রায়না বেগম উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের মৃত হরুধন মিয়ার স্ত্রী।
জানা গেছে, রায়না পবগম চিকিৎসার জন্য বাড়ি পথকে সিএনজি চালিত অটোরিকশাযোগে শাহবাজপুর বাজারে যাচ্ছিলেন। পথে শাহবাজপুর রেলস্টেশন সংলগ্ন রাজপুর নামক এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা গেছেন।
মন্তব্য করুন