বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ

September 3, 2025,

আব্দুর রব : বড়লেখায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে আনন্দ র‌্যালি বের করে। শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে নেতাকর্মীরা সমাবেশ করেছে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-ভাপতি নছিব আলী, সহ-সভাপতি আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com