বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ
September 3, 2025,

আব্দুর রব : বড়লেখায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে আনন্দ র্যালি বের করে। শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে নেতাকর্মীরা সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-ভাপতি নছিব আলী, সহ-সভাপতি আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন