বড়লেখায় লন্ডন প্রবাসির সাথে ভূমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে নারীর বিরুদ্ধে মা ম লা

আব্দুর রব : বড়লেখা উপজেলার মাধবগুল গ্রামের আব্দুল মানিক নামে এক বৃটেন প্রবাসির সাথে ভূমি বিক্রির বায়নামাপত্র করে অগ্রিম টাকা নিয়ে দলিল রেজিষ্ট্রির সময় বায়নাপত্র সম্পাদন ও আর্থিক লেনদেন অস্বীকার করেছে করিমা খানম নামে এক নারী। তিনি উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের স্ত্রী।
এই প্রতারণার ঘটনায় ভুক্তভোগি বৃটেন প্রবাসী স্বজন মাহিন আহমদকে আম-মোক্তার নিযুক্ত করে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই নারীর বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী ধার্য্য তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গত বছরের ১০ এপ্রিল বিভিন্ন শ্রেণির ১৪.৫১ শতাংশ ভূমির মূল্য ১৫ লাখ টাকা নির্ধারণক্রমে বিক্রির জন্য উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের বৃটেন প্রবাসি আব্দুল মানিকের নিকট থেকে ১ লাখ টাকা নিয়ে বায়নাপত্রে স্বাক্ষর করেন একই গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের স্ত্রী করিমা খানম। এক বছরের মধ্যে অবশিষ্ট টাকা গ্রহণপূর্বক ভূমি রেজিষ্ট্রীর শর্তে তিনি আরো ৫০ হাজার নেন। বায়নামা পত্রের শর্ত অনুযায়ি নির্ধারিত সময়ে বৃটেন প্রবাসি অবশিষ্ট টাকা গ্রহণপূর্বক দলিল রেজিষ্ট্রীর তাগিদ দিলে ভূমি বিক্রেতা করিমা খানম নানা অজুহাতে সময় ক্ষেপন করেন। একপর্যায়ে তিনি বায়নাপত্র সম্পাদন ও অগ্রিম টাকা গ্রহণ অস্বীকার করেন।
ভুক্তভোগি বৃটেন প্রবাসী আব্দুল মানিকের নিযুক্ত কৌশলী অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী নারীর বিরুদ্ধে প্রতরাণা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বড়লেখা থানার ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন