কুলাউড়ায় মোটরসাইকেল চালক গুনলেন জরিমানা

October 2, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ১ অক্টোবর বিকেলে পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১২ জনকে জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মো: আনিসুল ইসলাম জানান, ভবিষ্যতে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com