বড়লেখায় ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, যুবক গ্রে/ফ/তা/র

October 4, 2025,

স্টাফ রিপোর্টার : বড়লেখায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তাজিম উদ্দিন (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২) সংসারের বাজার করে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নিজবাহাদুরপুর এলাকার কবরস্থানের পাশে পৌঁছালে তাজিম উদ্দিন তাদের গতিরোধ করে। এসময় বাদীর গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে তার হাতে থাকা ২০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন (মূল্য প্রায় ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। পরদিন ৪ অক্টোবর বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়।

এরপর থানা পুলিশের বিশেষ অভিযানে মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার ৪ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com