বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ইউসুফ আলী ও সম্পাদক মোস্তাক আহমদ

October 4, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফ.এইচ.এম ইউসুফ আলীকে সভাপতি, চান্দগ্রাম এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর রাতে মৌলভীবাজার জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মো. ওহীদুজ্জামান চৌধুরী ও সদস্য সচিব নেজাম উদ্দিন চৌধুরী বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ৫১ সদস্যের কমিটিকে অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যরা হলে- সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, মো: আলীম উদ্দিন, আব্দুল আহাদ খান, আব্দুল মালেক ও ইসলাম উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ড. মো: হাফিজুর রহমান, আবু তাহের, আব্দুর রহিম ও আব্দুর রহমান। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন, আব্দুল মোহাইমিন, আব্দুল কাদির ও মিজানুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা খালেদ আহমদ, দপ্তর সম্পাদক বিপুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com