বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ইউসুফ আলী ও সম্পাদক মোস্তাক আহমদ

আব্দুর রব : বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফ.এইচ.এম ইউসুফ আলীকে সভাপতি, চান্দগ্রাম এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ৯ অক্টোবর রাতে মৌলভীবাজার জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মো. ওহীদুজ্জামান চৌধুরী ও সদস্য সচিব নেজাম উদ্দিন চৌধুরী বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ৫১ সদস্যের কমিটিকে অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যরা হলে- সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, মো: আলীম উদ্দিন, আব্দুল আহাদ খান, আব্দুল মালেক ও ইসলাম উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ড. মো: হাফিজুর রহমান, আবু তাহের, আব্দুর রহিম ও আব্দুর রহমান। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন, আব্দুল মোহাইমিন, আব্দুল কাদির ও মিজানুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা খালেদ আহমদ, দপ্তর সম্পাদক বিপুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন