সাম্প্রদায়িকতা, সস্ত্রাস, মাদক, শিশু ও নারী নির্যাতনের মূল উৎপাটন করতে হবে-সৈয়দা সায়রা মহসীন এমপি

July 8, 2017,

মোস্তাক চৌধুরী॥ বাংলাদেশের যুব সমাজ যখন সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও মাদকে ডুবে আছে, ঠিক তখন একটি নতুন সকালের আশায় আমাদের পথচলা এ শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাদক, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ, শিশু ও নারী নির্যাতন, পরিবেশ দুষন, আত্মহত্যা দমন মুক্ত যুব সমাজ প্রতিষ্ঠার লক্ষে মৌলভীবাজার সাইক্লিং কর্মসুচির তিন সদস্য বাইসাইকেল নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমন করে সুনাম অর্জন করে মৌলভীবাজার বাসীর জন্য, তাই তাদের এক সম্বর্ধনার আয়োজন করা হয় মৌলভীবাজার জেলা সাইক্লিং কমিটির উদ্যোগে, ৬ জুলাই বৃহস্পতিবার এই দুঃসাহসী সাইক্লিং কমিটির তিন সদস্য এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় মৌলভীবাজার জুলিয়া শপিং সিটি তৃতীয় তলায়। কায়রান চায়নিজ রেস্তেুারায় সাহরিয়া মস্তফা তালিমের সভাপতিত্বে লিমন আহমদের পরিচালনায় সম্বর্তনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মৌলভীবাজারের মাটি ও মানুষের প্রাণ পুরুষ সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি রাজনগর মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন আলী। মৌলভীবাজার ক্রিড়া সংস্থার কয়েকবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ নেতা মিছবাউর রহমান, মৌলভীবাজর পৌর মেয়র ফজলুর রহমান, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জেলা যুবনেত্রী সৈয়দ মহসীন আলীর কন্যা সৈয়দা সানজিদা সারমিন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান জেলা বি.এন.পি নবনির্বাচিত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান মৌলভীবাজার বি.এন,এস চক্ষু হাসপাতালের সহ সভাপতি মশাহিদ আলী ব্যবসায়ী ইছুব আলী সাইক্লিং কমিটির সদস্য আহমেদ আলী, রাসেল আহমেদ, সাহনাজ মোহাম্মদ নিভির প্রমুখ টেকনাফ থেকে তেতুলিয়া ক্রস কান্টিং রাইড সফল ভাবে ভ্রমন সম্পন্ন করা তিন সদস্য সৌরভ দাশ শুভ, লিংকন দাশ রায়, ও টিটু চন্দ্র দেব তারা ৮ দিনে ১৪টি জেলা ভ্রমন করে টেকনাফ জিরো পয়েন্ট থেকে তেতুলিয়া জিরো পয়েন্টে যায়, তাদের সেই ভ্রমনে চমকপদ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা বলে সেই ৮ দিনের ভ্রমন কালে তারা চারটি মর্মান্তিক বাস দুর্ঘটনা দেখেছে একটি বাসের আহত যাত্রীদের তারা হাসপাতালে ভর্তি করিয়েছেন তারা বলে কক্সবাজার গিয়ে তারা রাতে হোটেল পায়নি সাইকেলগুলো স্থানীয় থানায় রেখে তারা ভাঙ্গা একটি ঘরে রাত্রিযাপন করে তারা বলে সকালে যখন বের হতাম তখন মনে হতো না জানি কোন বাস আমাদের চাপা দেয়, সর্বক্ষন এই ভয়েই থাকতে হয়েছে। তারা বলে মাদক, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, শিশু ও নারী নির্যাতনকে না করতে আমাদের এই যাত্রা ছিল যে বেপরোয়া বাস যাত্রা দেখলাম সেটা আরো একটি ব্যাধী এর বিরোদ্ধে রুখে দাড়াতে হবে। প্রধান অতিথির বক্তিতায় সৈয়দ সায়রা মহসীন এমপি বলেন আমাদের প্রধানমন্ত্রী জননন্দিত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলাধুলাকে খুবই ভালবাসেন ও আমাদের প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ও খেলাধুলা প্রিয় ছিলেন। তিনি বলেন তোমাদের এ সাহস ও উদ্দ্যোগে আমি সাধুবাদ জানাই, তোমাদের এ যাত্রা আমাদের মৌলভীবাজার বাসীর জন্য সুনাম ভয়ে নিয়ে আসবে। তিনি আরও বলেন মৌলভীবাজারের যুব সমাজকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মাদক, শিশু ও নারী নির্যাতন এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এ জেলা থেকে এ গুলো উপড়ে ফেলতে হবে। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মাদক, শিশু ও নারী নির্যাতন মুক্ত মৌলভীবাজার গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com