ফ্রি ব্লাড  গ্রুপিং ক্যাম্পেইন

September 1, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ইসলামী সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দক্ষিণভাগ বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ২৫২ ব্যক্তির ব্লাডের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়েছে। উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। আলোচনা সভার আগে ব্লাড গ্রুপিংয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, জেলা পরিষদের সদস্য আব্দুল আজিম, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, কাতার প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, সমাজসেবক আমির উদ্দিন, আব্দুল জব্বার, সংগঠনের সহসভাপতি মোছাদ্দেক হোসেন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রনেতা মাছুম আহমদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com