পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে দেশে বনভুমির পরিমান বৃদ্ধির কাজ চলছে -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

September 5, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ মানুষের স্বাভাবিক পরিবেশে জীবন যাপনের জন্য একটি দেশের মোট ভুমির কমপক্ষে ২৫ ভাগ বনভুমি থাকা অত্যাবশ্যক। কিন্তু প্রকৃতির ওপর মানুষের নানা অবিচারের কারণে আমাদের দেশের বনাঞ্চলের পরিমান মাত্র ১৬ ভাগে নেমে আসে। এতে নানা প্রাকৃতিক দুর্যোগের মূখোমুখি হতে হচ্ছে মানুষকে। এ সরকার দেশের ২৫ ভাগ ভুমিকে বনাঞ্চলের আওতায় নিয়ে আসতে চায়। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সমুদ্রপিষ্টে অনেক চরাঞ্চল জেগে উঠেছে। সেখানে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই দেশের বনভুমির পরিমান ২৫ ভাগে উন্নীত করা হবে। পরিবেশ দুষণের সবচেয়ে ক্ষতিকর বস্তু হচ্ছে পলিথিন। এ পলিথিনের ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও কৃষি অফিসার দেবল সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি মো. ইয়াছিনুল হক, বড়লেখা সরকারী কলেজের অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত বড়লেখার বৃক্ষবন্ধু নার্সারীর মালিক সোনাহর আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com