বড়লেখায় ইউরোপ গমন উপলক্ষ্যে ১০ তরুণ-তরুণীকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সমাজসেবী সংগঠন জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন চাকুরী নিয়ে ইউরোপ গমন উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে ১০ উদীয়মান তরুণ-তরুণীকে সংবর্ধনা দিয়েছে। দক্ষিণভাগ তাজ মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস।
ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হকের সভাপতিত্বে ও ইউপি মেম্বার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জনশক্তি রপ্তানি কারক প্রতিষ্ঠান সাকসেস মিডিয়া এবং জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী টিএন খানম সরকারী ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মুজিবুর রহমান, বাংলা বিষয়ের প্রভাষক গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত লুলু, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি অলিদ আহমদ সেলিম, বড়লেখা কমিউনিটি ট্রাষ্ট ইউ,কে’র সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন এনাম, সাকসেস মিডিয়ার কান্ট্রি ডাইরেক্টর রাসেল আহমদ, ম্যানেজিং ডাইরেক্টর খালেদুর রহমান, উত্তর শাহবাজপুর ইউপি বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, মফিজ আলী, তোফায়েল আহমদ, ইউরোপগামী জায়েদ আহমদ, জুয়েল আহমদ ইমন, তারিন জাহান, জাহাঙ্গীর আলম প্রমূখ।
মন্তব্য করুন