বডলেখায সেচ্ছাসেবক দলের নেতা জাহিদের প্রবাস গমন উপলক্ষে সংর্বধনা

বড়লেখা প্রতিনিধি॥ বডলেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন সেচ্ছাসেবক দলের নেতা জাহিদ উদ্দীনের প্রবাস গমন উপলক্ষ্যে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার রাতে পৌরশহরের মোসাহিদ মার্কেটে উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা রায়হান মুজিবের সভাপতিত্বে এবং আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খাঁন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর শহিদ, উপজেলা বিএনপির সদস্য ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি মেম্বার আব্দুল হালিম, সংবর্ধিত স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের উত্তর শাহবাজপুর ইউনিযন সভাপতি মোস্তাক তাপাদার কানন, পৌর ছাত্রদল নেতা সিপার আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের নেতা শরিফ উদ্দীন, উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ প্রমুখ।
মন্তব্য করুন