বড়লেখায় রাস্তা ব্যবহারে বাঁধা আদালতের স্থিতাবস্থা জারি

September 12, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার লঘাটি গ্রামের দেড়শ’ বছরের পুরনো সরকারী রাস্তা ব্যবহারে নুর হোসেন গংরা হঠাৎ বাঁধা দেয়ায় গ্রামবাসী বিপাকে পড়েন। ভুক্তভোগীরা মৌলভীবাজার সহকারী জজ আদালতে স্বত্ত মামলা রুজু করলে বিজ্ঞ আদালত সম্প্রতি ওই রাস্তার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।

স্বত্ত মামলা (১৪/২০১৯) সুত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজার ইউপির লঘাটি গ্রামের পারভেজ আহমদ, আব্দুল কাদির আবু, আব্দুল কালাম দুলাল, কয়েছ আহমদ বাবু, সাব্বির আহমদ, মাহের আহমদ প্রমুখ গ্রামবাসী লঘাটি মৌজার আরএস ২৯০, ৪৭৫, এবং ৯৪ নং খতিয়ানভুক্ত আরএস ১১১৫, ১১১৬, ১১০৮ এবং ১১১৩ দাগের ভুমির উপর প্রতিষ্ঠিত প্রায় সাড়ে ৫শ’ ফুট দৈর্ঘ এবং ১৪ ফুট প্রস্থ রাস্তাটি অন্তত দেড়শ’ বছর ধরে ব্যবহার করছিলেন। চলিত বছরের এপ্রিল মাসে হঠাৎ উত্তর লঘাটি গ্রামের নুর হোসেন, পারভিন বেগম, ছায়রা বেগম, হাজেরা বেগম প্রমুখ রাস্তাটি নিজেদের ব্যক্তিগত ভুমি দাবী করে গ্রামবাসীর চলাচলে বাঁধা প্রদান করেন। এ ঘটনায় ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষে পারভেজ আহমদ গং ১১ জন বাদী হয়ে প্রতিপক্ষের নুর হোসেন গং ১০ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সহকারী জজ আদালতে (বড়লেখা) স্বত্ত মামলা দায়ের করেন। সম্প্রতি বিজ্ঞ আদালত বিবাদীদের প্রতিকুলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com