বড়লেখায় স্কুলের বিদ্যুতে অটোরিকশায় চার্জ : চালককে জরিমানা ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার গজভাগ সরকারী প্রাইমারী স্কুলের অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অটোরিকশার ব্যাটারী চার্জ দেয়ার অপরাধে এক রিকশা চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিনা অনুমতিতে স্কুল ভবনের ডিজাইন পরিবর্তন এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে সহায়তার জন্য স্কুলের প্রধান শিক্ষকসহ দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ১০ টায় অভিযান পরিচালনা করেন ইউএনও মো. শামীম আল ইমরান।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার গজভাগ সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আপ্তাব আলী সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ব্যাটারী চালিত অটোরিকশা রাখার জন্য স্কুলের ভবনের সিঁড়ির একাংশ ভেঙে ফেলেন। সেখানে প্রতিদিন রাতে নিজের একটি অটোরিকশা রাখেন। এছাড়া তার রিকশাসহ অবৈধভাবে স্কুলের বিদ্যুৎ ব্যবহার করে আরো ৩টি রিকশার ব্যাটারি রেখে চার্জও দেন। সম্প্রতি স্থানীয়রা বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ১০টায় সরেজমিনে গজভাগ প্রাইমারী স্কুলে যান ইউএনও মো. শামীম আল ইমরান। অভিযোগের সত্যতা পেয়ে তিনি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে অটোরিকশা চালক সোহেল আহমদকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিনা অনুমতিতে সরকারী স্কুল ভবনের ডিজাইন পরিবর্তন এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে সহায়তার জন্য প্রধান শিক্ষক আপ্তাব আলীসহ জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে জানান, স্থানীয়দের অভিযোগে তিনি রাতে অভিযান চালান। সত্যতা পেয়ে অটোরিকশা চালককে জরিমানা, বিনা অনুমতিতে সরকারী স্কুল ভবনের ডিজাইন পরিবর্তন এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে সহায়তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন