ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণ বাজার, হাসপাতাল রোড, থানা মসজিদ মার্কেট ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স । অভিযানকালে দক্ষিণ বাজারে অবস্থিত সানী ফার্মেসীকে ৭ হাজার টাকা, হাসপাতাল রোডে অবস্থিত নিউ পপুলার ডিজিটাল এন্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, থানা মসজিদ মার্কেটে অবস্থিত শাওন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও অ-অনুমোদিত ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা করা করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
মন্তব্য করুন