কুলাউড়ায় দিনদুপুরে স্কুলছাত্রীর ওপর বখাটের হামলা

September 19, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় দিনদুপুরে এক স্কুলছাত্রীর উপর হামলা চালিয়ে তাকে শ্লীলতাহানী করে মারাত্বকভাবে আহত করেছে দুই সন্তানের জনক জাহির আহমদ চৌধুরী (৩৩) নামক এক বখাটে। নির্যাতিতা ওই স্কুল ছাত্রী স্থানীয় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।

১৮ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জনতাবাজারে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর স্কুলছাত্রী বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের অবহিত করে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনকে সাথে নিয়ে ওই স্কুলছাত্রীর মা বখাটে জাহির আহমদ চৌধুরীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রী বুধবার সকাল সাড়ে নয়টায় তার বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে বিদ্যালয়ে আসার উদ্দেশ্যে জনতাবাজারে আসছিলো। তখনই তার গতিরোধ করে উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা মৃত সামছুদ্দিন চৌধুরীর ছেলে বখাটে জাহির আহমদ চৌধুরী। পরে ওইস্কুল ছাত্রী সিএনজি অটোরিকশা থেকে নেমে আরেকটি অটোরিকশায় উঠে। সিএনজি চালক গাড়ি ছাড়লে বখাটে জাহির মোটরসাইকেল দিয়ে সিএনজি অটোরিকশা আটকিয়ে দেয়। এসময় বখাটে জাহির ছাত্রীর হাত ধরে টেনে হ্যাচড়ে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে শ্লীলতাহানি করে। স্কুলছাত্রী প্রতিবাদ করতে গেলে তার তলপেটে লাথি দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করলে ছাত্রী আহত হয়ে পড়ে। স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটে জাহির পালিয়ে যায়। পরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর সকালে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশকালে বখাটে জাহির পেছন থেকে ছাত্রীর নাম ধরে ডাক দেয়। ছাত্রীটি তার ডাকে সাড়া না দিয়ে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও তার পরিবারকে অবহিত করে। এর কারণে বখাটে জাহির ছাত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে।

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন বলেন, নির্যাতিতা আমার বিদ্যালয়ের খুবই মেধাবী। তার ক্লাস রোল-৩। ঘটনার পর ছাত্রী বিদ্যালয়ে আসলে আমরা শিক্ষকরা তার মাথায় পানি দেই। এসময় তার নাক ও ঠোট দিয়ে রক্ত বের হতে দেখা যায়। বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করে চিকিৎসার জন্য তার স্বজনদের দিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বখাটে জাহিরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উত্যক্ত ও মারধর করার অপরাধে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারের জন্য ওই এলাকায় পুলিশের একটি টিম রয়েছে। খুব দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “কুলাউড়ায় দিনদুপুরে স্কুলছাত্রীর ওপর বখাটের হামলা”

মন্তব্য করুন আবির

Social Media Auto Publish Powered By : XYZScripts.com