মাদকবিরোধী আলোচনা সভায় বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

বড়লেখা প্রতিনিধি॥ ‘মাদককে না বলি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী ও বিয়ানীবাজারের ১১৩.৫ কিলোমিটারের ভেতরে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বুধবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি এর আয়োজনে ব্যাটালিয়ন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভা শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গত ০১ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ৭৬২ বোতল বিদেশি মদ, ১৯ বোতল ফেনসিডিল, ২.৯৪ কেজি গাঁজা, ২০৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়। এগুলোর বাজারমূল্য ১৮ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সদর দপ্তরের সেক্টর কমা-ার জোবায়ের হাসনাত পিএসসি, এলএসসি। বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ফয়জুর রহমান এসপিপি, পিএসসি এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নবাগত বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব , বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান সিলেটের জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, সিলেট কাস্টমস বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক সফিকুল ইসলাম, বিয়ানীবাজার ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারম্যান আব্দুস সালাম, কলেজ শিক্ষার্থী রুমন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন