বড়লেখায় মদ তৈরির কারখানার সন্ধান

September 29, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় দেশীয় চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

শনিবার ২৮ সেপ্টেম্বর রাতে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাটাজঙ্গল চা-বাগান এলাকায় এই কারখানার সন্ধান পাওয়া যায়।

এসময় মদ তৈরির সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩৭৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন কাঁচামাল। আটককৃতরা হচ্ছেন-দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাটাজঙ্গল এলাকার মৃত কালিচরণ সাওয়ের ছেলে রবি সাও (৪৫) ও তার স্ত্রী নির্মলা সাও। অভিযোগ রয়েছে, রবি সাও ও তার স্ত্রী নির্মলা সাও দীর্ঘদিন ধরে তাদের বসতঘরে মদ তৈরি করে আসছিলেন। বাগানের চা-শ্রমিক ছাড়াও বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে তারা এই মদ বিক্রি করতেন।

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার রাত নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাটাজঙ্গল এলাকার কাটাজঙ্গল চা-বাগান এলাকায় অভিযান চালান। এসময় তারা রবি সাওয়ের বসতঘরে অভিযান চালিয়ে মদ তৈরির কারখানার সন্ধান পান। এরপরই ওই কারখানা থেকে ৩৭৫ লিটার মদ ও মদ তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com