বড়লেখায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা

September 29, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সরকারী প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা ২৯ সেপ্টেম্বর রোববার নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় প্রশিক্ষণ সমন্বয়কারী এমএ রহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সর্বপ্রথম ১৯৭২ সালে গ্রাম ডাক্তারদের তৃণমুলের মানুষের স্বাস্থ্য সেবায় অবদানের স্বীকৃতি প্রদান করেন। তারই সুযোগ্য কন্যা মানবতার জননী দেশনেত্রী শেখ হাসিনা গ্রাম ডাক্তারকে চিকিৎসা সেবায় আরো দক্ষ করে তোলার নানামুখি উদ্যোগ নিয়েছেন। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দেশের ৮০ ভাগ মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবায় অবদানের মূল্যায়ন করেছেন। আশা করা যাচ্ছে খুব শিগগীর সরকার গ্রাম ডাক্তারদের নিবন্ধনের আওতায় নিয়ে আসবে।

উপজেলা সরকারী প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা সমম্বয়কারী গ্রা. ডা. মুহা. হযরত আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকার কেন্দ্রীয় সমন্বয়কারী ও প্রকাশক জোবায়ের মোহাম্মদ খান আজাদ,  সিলেট জেলা পল¬ী চিকিৎসক সমিতির সভাপতি গ্রা. ডা. বাবুল চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা আহবায়ক গ্রা. ডা. মহিবুল হাসনাত মানিক, সাংবাদিক আব্দুর রব, প্রথম শ্রেণীর ঠিকাদার ও সমাজসেবক সালেহ আহমদ জুয়েল, ব্যবসায়ী সাইদুল ইসলাম, নবগঠিত বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গ্রা. ডা. কাজল চন্দ, সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার রাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com