বড়লেখায় ইয়াবাসহ গ্রেফতার ৩

September 30, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন- পৌরসভার পাখিয়ালা গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মো. লাভলু মিয়া (২৭), সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও পৌরসভার বালিচর গ্রামের শামছুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২১)। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পাখিয়ালা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায় গ্রেফতার তিন যুবক পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের মধ্যে দুজনের নামে এর আগে মামলাও ছিল। ২৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিয়ালা এলাকার একটি কলোনির সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন থানার এসআই এ রকিব মোহাম্মদ, মিন্টু চৌধুরী ও এএসআই মো. জাহিনুর রহমান। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক জানান, ‘গ্রেফতারকৃতদের নামে থানায় মামলা হয়েছে। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com