বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবস পালন
বড়লেখা প্রতিনিধি॥ কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্য সামনে রেখে ৩০ সেপ্টেম্বর সোমবার বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবস- ২০১৯ পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম প্রমুখ।
সভা শেষে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ২০ জন নারীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত সেলাই মেশিন দেয়া হয়। এছাড়া তিন মাসের প্রশিক্ষণ শেষ হওয়ায় তাদেরকে সনদপত্রও দেয়া হয়।
মন্তব্য করুন