জুড়ীতে ইউপি চেয়ারম্যানের বাড়ী থেকে যুবলীগ সভাপতি গ্রেফতার

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ৩নং পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশের আমতৈল এর বাড়ী থেকে পোল্ট্রি খামার ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার ২নং আসামী পশ্চিমজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধা কান্ত দাশ (৪২)’কে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ জুলাই সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১লা মে রাতে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের নেতৃত্বে যুবলীগ সভাপতি রাধা কান্ত দাশ, আব্দুল মতিন, মঈন, মাহবুব, আহমদ, সাইদুলসহ ১০-১৫ জনেরএকদল সন্ত্রাসী তার প্রতিবেশী পশ্চিম আমতৈল গ্রামের দীনবন্ধু সেনের ‘বন্ধু পোল্ট্রি ফার্ম’ ভাংচুর ও লুটপাট করে।
৩১ মে রাতে আড়াই হাজার লেয়ার মুরগীসহ ওই ফার্মটি আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। এতে দীনবন্ধু সেন ও তার ৪ ব্যবসায়ীক পার্টনারদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এ নিয়ে জুড়ী থানায় পরপর দুটি মামলা দায়ের করেন দীনবন্ধু সেন।
মন্তব্য করুন