বড়লেখায় জাপা চেয়ারম্যানের প্রথম মৃত্যু বার্ষিকী পালন নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক

July 15, 2020,

আব্দুর রব॥ বড়লেখা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এছাড়া যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আফজল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবরুল হোসনে রিয়াজের পরিচালনায় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মীর মুজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষনা সম্পাদক মো. রুয়েল কামাল, মহিলা পার্টির নেত্রী রোকশানা বেগম, পৌর জাপার সভাপতি সুনাম উদ্দিন, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ফরাস উদ্দিন রাজু, উপজেলা জাপার আইন বিষয়ক সম্পাদক এসএম কিবরিয়া, যুগ্ম প্রচার সম্পাদক মাহমুদ সারোয়ার আহাদ।
এদিকে যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাপা নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com