বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১৫ জনকে অর্থদণ্ড

আব্দুর রব॥ বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১৫ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুইটি দল। ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে বড়লেখা পৌর শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ১৫টি মামলায় ১৫ ব্যক্তিকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয় । এসময় স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করার অপরাধে ১৫ ব্যক্তিকে মোট ৬ হাজার ৪০০টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে তাদের মাস্ক সরবরাহ করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।
মন্তব্য করুন