বড়লেখায় এসএসসি’র খাতা পুনঃ নিরীক্ষনে টেকনিক্যাল কলেজের শতভাগ সাফল্য

July 16, 2020,

আব্দুর রব॥ বড়লেখা এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষায় অকৃতকার্য ২৮ জনই পাশ করেছে।
পুনঃনিরীক্ষনে শতভাগ ফলাফল অর্জনের মাধ্যমে কলেজটি ৪র্থ বার শতভাগ ফলাফল অর্জন করলো। এ অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ থেকে নিয়মিত ২৮ জন ও অনিয়মিত ৪জন সহ মোট ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ৩১ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় পাশ করেছে অনিয়মিত ৪ জন। নিয়মিত পরীক্ষার্থীদের ২৮জনই ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ফেল। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষনিক সিলেট শিক্ষাবোর্ডে ওই বিষয়ের খাতা পুনঃনিরীক্ষনের আবেদন করে। সম্প্রতি প্রকাশিত পুনঃনিরীক্ষনের ফলাফলে দেখা গেছে, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ফেল করা ২৮ জনই বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে।
অধ্যক্ষ বুদ্ধদেব দাস গুপ্ত জানান, বোর্ডের ভুলে তার কলেজের এসএসসি পরীক্ষার ২৮ জন নিয়মিত পরীক্ষার্থী এক বিষয়ে ফেল করে। ফলাফল প্রকাশের পরই তিনি শিক্ষাবোর্ডে খাতা পুনঃনিরীক্ষনের আবেদন করেন। এতে সকলেই কৃতকার্য হয়েছে। এ নিয়ে তার কলেজটি এসএসসিতে ৪র্থ বার শতভাগ ফলাফল অর্জন করলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com