বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বড়লেখায় বৃক্ষের চারা  রোপন কর্মসুচির উদ্বোধন

July 16, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ২০,৩২৫টি বৃক্ষের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

উপজেলা পরিষদ চত্তরে ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বন কর্মকর্তা (রেঞ্জার) শেখর রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com