বড়লেখায় ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যালে অনলাইনে পাঠদান, উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা

July 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ ফেসবুক লাইভ ও জুম ব্যবহার করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমের ফলে এলাকায় বেশ সাড়া পড়েছে। পাশাপাশি উপকৃত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা।

করোনা ভাইরাসের কারণে মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এপ্রিল মাসওও চলে যায় ঈদসহ নানা ছুটিতে। মে মাস থেকে অনলাইনে ক্লাস শুরু করে বিদ্যালয়টি। প্রথম দিকে জুম ব্যবহার করে পাঠদান শুরু হয় পরে স্কুলের নিজস্ব ফেসবুক পেইজে অনলাইনে পাঠদান চলছে নিয়মিত। প্রতিদিন ৩ টি করে ক্লাস প্রদান করা হচ্ছে রুটিন মাফিক। ফলে শিক্ষার্থীরা বাড়ীতে বসে পড়াশোনা করছে এবং এতে প্রতিষ্ঠান বন্ধ থাকলে পড়াশোনায় তেমন ব্যাঘাত হচ্ছে না।

স্থানীয় একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের অনলাইনে পাঠদানে কারণে ছেলে মেয়েরা বাড়ীতে বসে পড়ছে। আমরা এতে বেশ সন্তুষ্টিও প্রকাশ করেছেন তারা।

বিদ্যালয়ের ৬ জন শিক্ষক নিয়মিত অনলাইনে ক্লাশের ভিডিও প্রচার করছেন। সিনিয়র শিক্ষক মো. বেলাল উদ্দিন, মো. রিদওয়ানুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুর রহিম,মোছাম্মদ জুলেখা বেগম, প্রনব কুমার দাসসহ সকল শিক্ষক বেশ আন্তরিকতার সাথে অনলাইন ক্লাস কার্যক্রমে অংশ নিচ্ছেন।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু জানান, যদি সংকটকালীন সময় দীর্ঘ হয় ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন জানান, করোনার কারণে বিদ্যালয় বন্ধ হওয়ায় প্রথমে পাঠদান ব্যাহত হয়েছিল। সরকারি নির্দেশনার পর আমরা বিভিন্ন বিষয়ে ৬ জন দক্ষ শিক্ষকদের নিয়ে একটি টিম গঠন করেছি। অনলাইনে বিদ্যালয়ের নামে একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। প্রতিদিন এই পেইজে ৩ টি ক্লাস রুটিন মাফিক আপলোড করা হচ্ছে; যার ফলে শিক্ষার্থীরা ঘরে বসে এসব ক্লাস করতে পারছে। এরপরও শিক্ষার্থীরা বাড়ীতে পড়াশোনা করছে কি না সে বিষয়ে আমরা মনিটরিং করছি।

বড়লেখা উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. শাখাওয়াত হোসেন জানান, বিদ্যালয়টির পৃথকভাবে অনলাইন কার্যক্রম বেশ প্রশংসনীয়। আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং উৎসাহিত করছি। আমি আশা করছি তাদের এ কার্যক্রমটি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com