পৌরসভা নির্বাচন বড়লেখায় ৩ মেয়র ও ৪৫ কাউন্সিলার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

December 1, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মেয়রপদে ৩জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলার পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মহিলা কাউন্সিলার প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান। পৌরসভার ৬ নং ওয়ার্ডে একমাত্র মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলার আলী আহমদ চৌধুরী জাহিদ। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

মেয়রপদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী বর্তমান   পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী মো. সাইদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com