বড়লেখায় ২ মাদকসেবকের  কারাদন্ড, মুচলেখায়  মুক্তি পেল কিশোর

December 2, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় মাদক সেবনকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯’টার দিকে পৌরসভার মুড়িগুল এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- রাজন আহমদ (৩৫) ও হোসেন আহমদ (৩০)। অপর মাদকসেবক অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান। এসময় থানার এসআই সুব্রত কুমার দাস ও এসআই আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মুড়িগুল এলাকার একটি কলোনিতে তিনজনের মদ পানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় রাজন আহমদ ও হোসেন আহমদসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজন আহমদ ও হোসেন আহমদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের মধ্যে মাদকসেবক কিশোরকে ভবিষ্যতে এধরনের কাজ করবে না মর্মে মুচলেকা আদায় করে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com