পৌরসভা নির্বাচন বড়লেখায় আ’লীগ  মেয়রপ্রার্থী কামরানের গণসংযোগ

December 3, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় নির্বাচন কমিশনের বাছাইয়ে মনোনয়নপত্র গৃহীত হওয়ার পরই গণসংযোগ শুরু করেছেন আওয়ামীগ মনোনিত মেয়রপ্রার্থী বর্তমান পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনের রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ।

মনোনয়নপত্র গৃহীত হওয়ার ঘোষণা শুনেই নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী দলিয় নেতাকর্মী নিয়ে পৌরশহরে ব্যবসায়ী ও সাধারণ ভোটারের সাথে গণসংযোগ শুরু করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com