পৌরসভা নির্বাচন বড়লেখায় আ’লীগ মেয়রপ্রার্থী কামরানের গণসংযোগ

আব্দুর রব॥ বড়লেখায় নির্বাচন কমিশনের বাছাইয়ে মনোনয়নপত্র গৃহীত হওয়ার পরই গণসংযোগ শুরু করেছেন আওয়ামীগ মনোনিত মেয়রপ্রার্থী বর্তমান পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনের রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ।
মনোনয়নপত্র গৃহীত হওয়ার ঘোষণা শুনেই নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী দলিয় নেতাকর্মী নিয়ে পৌরশহরে ব্যবসায়ী ও সাধারণ ভোটারের সাথে গণসংযোগ শুরু করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন