বড়লেখায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

December 8, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় ওয়ারেন্টভুক্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর শাহবাজপুরের সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে আছকর আলী ও পূর্ব সায়পুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেল সামাদুর রহমান সামাদ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এএসআই তাজুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সায়পুর গ্রামে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার পলাতক আসামি আছকর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে রাত সোয়া ১টার দিকে এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পূর্ব সায়পুর গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সামাদুর রহমান সামাদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার হালদার জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com