হামলায় আহত ৫, জামিনে থাকা আসামীকে কারাগারে প্রেরণ

আব্দুর রব॥ বড়লেখার ফকিরেরবাজারে লন্ডন প্রবাসী জামাতার দোকানঘরের নির্মাণ কাজ দেখতে গিয়ে প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় আহত হন শ্বশুড় হাজী ফয়জুর রহমান সালামসহ ৫ লন্ডন প্রবাসী। হামলা সংক্রান্ত মামলার জামিনে থাকা আসামী আব্দুস শুকুরকে ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠিয়েছেন।
জানা গেছে, গোলাপগঞ্জের বাগলা গ্রামের ফয়জুর রহমান সালামের মেয়ের জামাই জাহাঙ্গীর হোসেনের বড়লেখায় ফকিরবাজারে কয়েকটি দোকান ও ভিটা রয়েছে। জামাতা ক্রয়কৃত ভিটায় দু’তলা ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণের সিদ্ধান্ত নেন। জাহাঙ্গীর হোসেন লন্ডনে থাকায় শ্বশুরকে নির্মাণকাজের দায়িত্ব দেন। শ্বশুড় ফয়জুর রহমান সালাম নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় কয়ছর আহমদ, আব্দুস শুকুর, ফয়সল আহমদ, জুনেদ আহমদ গংরা বাধা-বিপত্তি করেন। গত ১৭ অক্টোবর জামাতার লন্ডন প্রবাসী কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি দোকানের নির্মাণকাজ দেখতে গেলে কয়ছর আহমদ, আব্দুস শুকুর, ফয়সল আহমদ, জুনেদ আহমদ গংরা দা ও লাঠিসোটা দিয়ে আক্রমন চালায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের হামলায় জামাতার বন্ধু টুটু মিয়াসহ ৫ জন গুরুতর আহত হন।
হামলার ঘটনায় ফয়জুর রহমান সালাম প্রতিপক্ষের কয়ছর আহমদ, আব্দুস শুকুর, ফয়সল আহমদ ও জুনেদ আহমদকে আসামী করে থানায় মামলা (জিআর-১৭৮/২০) করেন। এ মামলার ২ নম্বর আসামী আব্দুস শুকুর গত ১৮ নভেম্বর আদালতে আত্মসর্মপন করে জামিন নেন।
মঙ্গলবার ৮ ডিসেম্বর ধার্য্য তারিখে হাজিরা দিতে গেলে আদালত আসামী আব্দুস শুকুরের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের সিএসআই মুজিবুর রহমান জানান, মামলার অভিযোগ পত্র আদালতে পৌছার পর মঙ্গলবার ধার্য্য তারিখে বিজ্ঞ আদালত ২ নম্বর আসামী আব্দুস শুকুরের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
মন্তব্য করুন