বড়লেখায় হান্টার বয়েজকে হারিয়ে গ্রামতলা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

December 10, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় কোয়াব আয়োজিত ক্রিকেট লীগ ফাইনালে গ্রামতলা ক্রিকেট ক্লাব হান্টার বয়েজ ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পিসি সরকারী মডেল হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

বড়লেখা কোয়াবের সভাপতি ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান  সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান  মোহাম্মদ তাজ উদ্দিন, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু প্রমুখ।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৪০ হাজার টাকা এবং রানার্সাআপ দলের হাতে ২০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com