বড়লেখায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

December 10, 2020,

আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দোহালিয়া গ্রামের ১০৫ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

দোহালিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ও স্থানীয় ব্র্যাক অফিসের আল্ট্রা পুওর গ্রেজুয়েশন প্রোগ্রামের পিও মো. ইমরানুল হকের পরিচালনায় দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, স্কুলের প্রধান শিক্ষিকা খুশি রানী দাস, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম, ব্র্যাকের আল্ট্রা পুওর গ্রেজুয়েশন প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুজ্জামান বাবুল, এসটিও এইচএস এন্ড সিআই মো. বাবুল মিয়া, দক্ষিণভাগ শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান, সাবেক ইউপি মেম্বার আব্দুল হক, ব্যবসায়ী আব্দুল করিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম আজির প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com