বড়লেখায় ২ কাউন্সিলার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

December 10, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার ১০ ডিসেম্বর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী জামিল উদ্দিন ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ফরাস উদ্দিন রাজু তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল ১০ ডিসেম্বর। আজ ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com