বড়লেখার কাঁঠালতলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার
December 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখার কাঁঠালতলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ এসল্ট মামলায় রাতে কাঁঠালতলি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর আলম সর্দার জানান, আব্দুল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল মালিক কাঁঠালতলি ইউনিয়নের বালুচর গ্রামের মৃত হাসিব আলীর ছেলে।
মৌলভীবাজার জেলা বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ মিঠু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আব্দুল মালিকের মুক্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন