বড়লেখায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

December 14, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় স্বাধীনতা বিরোধীদের সর্বক্ষেত্রে প্রত্যাখানের অঙ্গীকার নিয়ে সোমবার উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে। এর আগে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com