বড়লেখায় বিজয় দিবসে এতিমখানায় নিসচা’র খাবার বিতরণ

আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার ১৬ ডিসেম্বর বেলা ২ ঘটিকার নুরানী তালিমুল কোরআন ইসলামি একাডেমি ও এতিমখানায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নিসচা’র উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, উপদেষ্টা ও ক্রিড়া ধারাভাষ্যকার ইশবাল হোসাইন, এতিমখানার প্রতিষ্ঠাতা ডা. আব্দুর নূর, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নিসচা’র উপজেলা যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম মার্জান, কার্যকরী সদস্য আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, আব্দুল আজিজ, রমা কান্ত দাস, নূর আলম মোহন, ব্যাংকার মারুফ হোসাইন সুমন, মানবসেবা সংস্থার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ, পাবলিকেশন সোসাইটির সম্পাদক রুবেল হোসাইন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। খাবার বিতরণ ও আলোচনা সভায় মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা ময়নুল ইসলাম।
মন্তব্য করুন