বড়লেখায় বাবা-মাকে মারধর করায় মাদকসেবী ছেলের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

আব্দুর রব॥ বড়লেখায় বাবা-মাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলে হাসান আহমদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ ডিসেম্বর রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান।
জানা গেছে, উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের কদর উদ্দিন ওরফে খদই মিয়া ও নুরুন বেগমের ছেলে হাসান আহমদ (২৬) প্রায়ই মাদকসেবন করে বাবা-মাকে মারধর করে। রোববার সকালে হাসান আবারও বাবা-মাকে মারধর করলে স্থানীয় ইউপি মেম্বারসহ লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত হাসান আহমদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় থানার এসআই আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, মাদক সেবন করে বাবা-মাকে মারধরের দোষ স্বীকার করায় অভিযুক্ত হাসান আহমদকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন।
মন্তব্য করুন