বড়লেখায় নৌকার প্রার্থীর সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মীসভা ও মিছিল

December 21, 2020,

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত কর্মীসভা ও মিছিল হয়ছে। ২১ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পৌরসভা মিলনায়তনে এ বর্ধিত সভার আয়োজন করে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু, শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সাবেক আহবায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজি প্রমুখ। বর্ধিত সভা শেষে বড়লেখা পৌর শহরে নৌকার সমর্থনে মিছিল বের হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com