মানুষ স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন-পরিবেশ মন্ত্রী

December 28, 2020,

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা আছে। ভোটের আগ্রহ রয়েছে। তাই তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। মৌলভীবাজারের বড়লেখায় প্রথমবার ইভিএম পদ্ধতিতে পৌরসভার নির্বাচন হচ্ছে। মানুষের ধারণা কম ছিল। তবুও মানুষ ভোট দিতে পারছেন।
পরিবেশমন্ত্রী ২৮ ডিসেম্বর সোমবার সকালে তাঁর নির্বাচনী এলাকায় বড়লেখা পৌরসভার সিংহগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় মন্ত্রীর সাথে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com