বড়লেখায় কেন্দ্রীয় জাপা নেতা আহমেদ রিয়াজ গ্রেফতার

December 30, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় কেন্দ্রীয় জাপা (এরশাদ) নেতা আহমেদ রিয়াজকে থানা পুলিশ গ্রেফতার করেছে। ৩০ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়ন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আহমেদ রিয়াজ বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনের সমন্বয়কারী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বলে দাবী করেন।
বড়লেখা থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার সন্ধ্যায় জানান, আহমেদ রিয়াজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালতের একটি মামলার ২ বছরের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com