ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

June 11, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার ১১ জুন কুলাউড়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকার পল্টন থানা আমির শাহীন আহমেদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।

তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়; বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের। মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দীন, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেক, সেক্রেটারি আবু বকর শিপন, সরকারি কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আবু সাইদ লাবিবসহ থানা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com