প্রভাব খাটিয়ে পরিষদের টাকা আত্মসাতের অভিযোগে, রাজনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

October 29, 2025,

শংকর দুলাল দেব : রাজনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে  হুমকি দেয়া, দলীয় প্রভাব খাটিয়ে মানসিক হয়রানি করার অভিযোগ উঠেছে। এছাড়া ওই ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স, উত্তরাধিকার সনদ, প্রত্যয়ন পত্র সহ অন্যান্য সার্টিফিকেট প্রদান করে আদায়কৃত অর্থ থেকে হাজার টাকা পর্যন্ত সচিবের নিকট থেকে নিতেন। তার সাথে থাকা ইউনিয়ন পরিষদের আরো কয়েকজন ইউপি সদস্যও সচিবের নিকট থেকে জোর-জবরদস্তি করে টাকা নিতেন বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামদুলারী নুনিয়া।

২৯ অক্টোবর বুধবার সকালে ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামদুলারী নুনয়িার লিখিত অভিযোগ থেকে জানাযায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন প্যানেল চেয়ারম্যান-২ রামদুলারী নুনিয়া। তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে প্যানেল চেয়ারম্যান-৩ মো: মতিন মিয়া বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে প্রলোভন ও হুমকি-ধামকি দিয়ে আসছেন বলে লিখিত বক্তব্যে উল্ল্যেখ করা হয়। তাকে সরাতে না পেরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়ে হয়রানি করছেন বলে তিনি অভিযোগ করেন। এছাড়া ইউপি সদস্য মতিন মিয়া বিভিন্ন সময় তার সহযোগী কয়েকজন ইউপি সদস্যকে দিয়ে হেনস্থা করছেন। সম্প্রতি তার সহযোগী আরেক ইউপি সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে হুমকি ধামকি দেয়ার ঘটনায় রাজনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এছাড়া ইউপি সদস্য মো: মতিন মিয়া, আব্দুল আজিজ, মো: মশাহিদ মিয়া, মো: মন্নান খান ও আমিরুন ¦েবগম মিলে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্সের প্রায় ৯২ হাজার টাকা আদায়কারীর কাছ থেকে নিয়ে গেছেন বলে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন। রামদুলারী নুনিয়া আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় তারা আমাকে সরাতে সদস্য মতিন মিয়া ও তার সহযোগী কয়েকজন ইউপি সদস্য মিলে মরিয়া হয়ে উঠেছে। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বিভিন্ন মাধ্যমে হয়রানি করছেন এবং পরিষদের টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু আমার বিরুদ্ধে তারা উল্টো এসব বিষয়ে অভিযোগ করছেন।  আমি এর আগে কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলাম না। অথচ সম্প্রতি বিএনপিতে যোগদানের পর থেকে আমার বিরুদ্ধে নানা মিথ্যা গুজব ছড়াচ্ছেন মতিন মেম্বার।

এব্যাপারে ইউপি সদস্য মো: মতিন মিয়া বলেন, আমার ওপর চেয়ারম্যানের আনা অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামদুলারী নুনিয়ার বিভিন্ন  অনিয়ম ও অর্থ দুর্নীতির প্রমান পেয়ে উপজেলা প্রশাসনের সিনিয়র তিনজন কর্মকর্তাদের দিয়ে দুইটি তদন্ত কমিটি করেছেন। তিনি অপকর্মের দায় আমার উপর চাপাতে মরিয়া হয়ে উঠেছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন খান বলেন, টেংরা ইউনিয়নরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই ইউনিয়নের এক মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com