রাজনগরে নারীর রহস্যজনক মৃ/ত্যু

November 1, 2025,

শংকর দুলাল দেব : রাজনগরে জবা বিশ্বাস (২৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামে ৩১ অক্টোবর দিবাগত রাত ১০টার সময় এঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে  মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজনগর থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে জবা বিশ্বাসের বিয়ে হয়েছিল পাশের বাড়ির গোবিন্দ বিশ্বাসের সাথে। দিব্য বিশ্বাস নামে তার ৫ বছরের একটি ছেলেও রয়েছে। ৩ বছর পূর্বে স্বামী গোবিন্দ বিশ্বাস মারা গেলে জবা বিশ্বাস বাপের বাড়িতেই থাকতেন। এরই মাঝে পার্শ্ববর্তী সোনামপুর গ্রামের মিন্টু বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাসের (২১) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে জবা বিশ্বাসের। এরই সূত্র ধরে সবুজ তাদের বাড়িতে যাওয়া আসা করতো। ৩১ অক্টোবর শুক্রবার রাতে জবা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সবুজ বিশ্বাসকে জবার বাড়ির লোকজন আটকে ফেলে। এসময় এলাকার লোকজন জড়ো হলে তাৎক্ষনিক উত্তরভাগ ওয়ার্ডের ইউপি সদস্য জলিল মিয়া সাবেক সদস্য জুয়েল আহমদ ও সোনামপু গ্রামের ইউপি সদস্য মাসুক মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। উভয় পক্ষের মতামত নিয়ে মালাবদলের জন্য সম্মত হলে জবা বিশ্বাসকে সাজানোর জন্য ঘরে পাঠানো হয়। এসময় তিনি ঘরে গিয়ে ঘরের পিছনের বাঁশ ঝাড়ের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ সময় ধরে বের না হওয়ায় লোকজন তাকে খোজতে যান। এসময় ঘরের পিছনে বাঁশঝাড়ের সাথে জবার লাশ ঝুলতে দেখে বৈঠকে উপস্থিত লোকজন বিষয়টি দেখতে পেয়ে রাজনগর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: মোবারক হোসেন খান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয় হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com