রাজনগরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত
শংকর দুলাল দেব : রাজনগরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত। সারাদেশে আওয়ামীলীগের অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি উপজেলা জামায়াতের কার্যালয় হতে শুরু হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন এর সভাপতিত্বে এবং সেক্রেটারী মিছবাহ উল হাসান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজনগর সদর ইউনিয়ন জামায়াতের আমীর দেলওয়ার হোসাইন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান সজীব, ছাত্র শিবির উপজেলা সভাপতি হাফিজ হাসান আহমদ। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা উলামা বিভাগের সভাপতি হাফিজ আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন সেক্রেটারী মিছবাউজ্জামান খান, মুন্সিবাজার ইউনিয়ন সেক্রেটারী ফুজায়েল আহমদ তালুকদার, ছাত্রনেতা জুবায়েল আহমদ, আব্দুল্লাহ আল আপন প্রমুখ।



মন্তব্য করুন